আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত
নিউয়র্ক, ২৭ অক্টোবর ২০১৯, রবিবার: বিশ্বের শীর্ষ সন্রাসী আইএস'র প্রতিষ্টাতা আবু বকর আল-বাগদাদি গতকাল শনিবার সিরিয়ায় নিহত হয়েছে। আজ সকালে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, গতকাল শনিবার ইউএস বিশেষ বাহিনীর অভিযানে উত্তর-পশ্চিম সিরিয়ায় আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছে।
গতকাল শনিবার রাতে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার সকাল নয়টায় একটি গুরুত্ত্বপূর্ন বিবৃতি দিবেন। কি বিষয়ে এ বিশেষ বিবৃতি...
দিবেন তা তিনি বলেননি। তবে বিভিন্ন মিডিয়াতে সিরিয়ায় মার্কিন বাহিনী কর্তৃক আইএস প্রধানের বিরুদ্ধে অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছিল।
এরমাঝে গতকাল ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় খুব বড় কিছু ঘটে যাবার ইঙ্গিত দিয়েছিলেন। আজ অনেকের আভাসের বাস্তব খবর মিলল মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায়। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকানদের আশ্বস্ত করে বলেন যে কোন মার্কিন সৈন্য হতাহত হয়নি।
মন্তব্য